তবুও ভালোবাসি
———সাবিনা হোসনেয়ারা
হোকনা ঘন কুয়াশাচ্ছন্ন —
সামনে – পেছনে চারপাশ,
থাকনা বন্ধুর পথ-বেদনাঘন মন
ঘটুক –ছোট -বড়ো সর্বনাশ—
তারপর ও যতক্ষণ আছি
নিঃশ্বাস – প্রশ্বাসের কাছাকাছি
অন্তঃকরণের তল-অতলে বলে
যেতে চাই — ভালোবাসি —
শুধু ভালোবাসি ——–
হরিৎ- সবুজ – ঘন বন
ঊর্মিমুখর ফেনিত সাগর
নীল সাদা আকাশ – বন কাশের
চাঁদের আলো-নক্ষত্র জ্বলা রাত
কালো অমাবস্যা কিংবা জলপ্রপাত —
অথবা রূপোলী ঝিকমিক জলের স্রোতে —
পাথর আর জলের আঘাতে
যদি ও লেড,কার্বন – সীসার সাথে
কালো ধোঁয়ায় বিবর্ণ আকাশ
বর্জ্যে বিষাক্ত সুনীল সাগর —
বিষবাষ্পে ভরেছে বাতাস —
তবু্ও পাখির কুজনে হৃদয় আলোড়নে
বলে যাবো ভালোবাসি —
শুধু ভালোবাসি — যতক্ষণ বাঁচি
মুখে নিয়ে অমলিন হাসি —
শুধু ভালোবাসি — ভালোবাসি।।