সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে বেশকটি ভোট কেন্দ্রে ব্যালটে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে সীল মেরেছেন ভোটাররা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে রবিববার ভোটগ্রহণ শেষে ভোট গণনার সময় অনেক ব্যালটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শীল দেখা যায়। অনেকেই আবার ব্যালটে বিভিন্ন কলমে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই লিখেছেন।
সোনারগাঁয়ে রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও ভোটার উপস্থিতি খুব কম।
নির্বাচনে অনেকে ভোটার তার ব্যালট পেপারে সীল না দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন ভোটাররা। কোনো কোনো ভোটার ব্যালট পেপারে লিখেছেন ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘খালেদা জিয়া জেলে কেনো জবাব চাই’। অনেকে বলেছেন, এটা ভোটারদের নীরব প্রতিবাদ। এ ধরণের ব্যালট পেপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। মুলত বিএনপির কর্মী সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই এসব ব্যালট দেখা যায়।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্র্নিং অফিসার মো: জসিম উদ্দিন বলেন, ‘এ ধরনের ঘটনা আমার জানা নেই। যদি এমন ঘটে থাকে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।’
ভোটের দিন সরেজমিনে, কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে সহকারী প্রিজাউডিং অফিসার, পোলিং অফিসাররা বসে বসে অলস সময় পার করছেন। ভোটার কম বিধায় তাদেরও চাপ কম। তাই বুথে বসে খোশগল্পে মজেছেন। এতে অনেক ভোটার তার তার ভোট অনেকটা চাপমুক্তভাবেই প্রয়োগ করেছেন। কেউ কেউ মনে করছেন সেই সুযোগে কোন কোন ভোটার এই কাজগুলো করেছেন।