ফতুল্লায় ‘এড এমএ মান্নান কারিগরি স্কুল এন্ড কলেজ’ উদ্বোধন করলেন লিপি ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

কারিগরি শিক্ষার ব্যাপক উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘এড এমএ মান্নান কারিগরি স্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠা করলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাবেক সদস্য ও আওয়ামীলীগ নেতা শিক্ষানুরাগী অ্যাডভোকেট এমএ মান্নান। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, বিজয়ের ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষ উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তীতে ‘এড এমএ মান্নান কারিগরি স্কুল এন্ড কলেজ’ এর উদ্বোধন করা হয়।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ফতুল্লা থানাধীন রামারবাগ এলাকায় অবস্থিত এই কারিগরি স্কুল এন্ড কলেজটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। তিনি নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল।

প্রতিষ্ঠাতা অ্যাডভেকেট এমএ মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমিন রনি, কালের কন্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুনুর রশীদ মামুন সহ অন্যান্য অতিথিবৃন্দ।