শেখ হাসিনার অঙ্গীকার বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না: এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের জাতীয় সংসদ সদস্য আমজনতার এমপি খ্যাত লিয়াকত হোসেন খোকা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষে গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের ব্যবস্থা করে গৃহহীনদের ভূমি বরাদ্দের ব্যবস্থা করেছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হল রুমে উপজেলা আশ্রয়ন প্রকল্পের টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।

বুধাবার ২৬ জানুয়ারি বিকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদ এলাহির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড.সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাবরিনা।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন বাবুল, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল আলম সামসু, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল প্রমুখ।

এছাড়াও আশ্রয়ন বিষয়ক টাস্কফোর্স কমিটির সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ ইউপি সদস্যরা।