যারা বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে দেন, এটা তাদেরকেও ভোগ করতে হবে: এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, আশ্রয় আশ্রম কিংবা বৃদ্ধাশ্রম এই শব্দের সাথে আমি একমত নই। কারণ যে বাবা-মা সারাজীবন কষ্ট করে আমাকে লালন পালন করলেন, সেই বাবা-মাকে বৃদ্ধ বয়সে বাসা থেকে বের করে দিলাম, এটা অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক ও বেদনাদায়ক। যেসব সন্তানেরা এটা করে, তারাও কিন্তু শিক্ষা পায়। তাদেরকেও একটা সময় এটা ভোগ করতে হবে। কোন না কোনভাবে সেইসব সন্তানদের জীবন সুন্দর হয় না, হতে পারেওনা। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা আমার বাবা-মায়ের দোয়া না থাকলে আমি এখানে দাঁড়াতে পারতাম না। আপনার যে যেখানেই প্রতিষ্ঠিত হয়েছেন, বাবা-মার দোয়া না থাকলে আপনারা সেটা পারতেন না। সেই বাবা-মাকে আমরা অবহেলা করি। যদিও এটা খুব দুঃখজনক। কিন্তু আজকের সমাজ ব্যবস্থার যাওয়া হয়েছে, সেইসব অসহায় বৃদ্ধ বাবা-মা যাবে কোথায়? কোথাও না কোথাও তাদের থাকতে হবে। সেই প্রয়োজনের তাগিদেই এই আশ্রমের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সোনারগাঁয়ে একটি আশ্রয় কেন্দ্র সরকারিভাবে হবে, যেটা নুনেরটেক এলাকায়। কাজ চলমান আছে। আমি যখন এটার জন্য ডিও দিয়েছিলাম তখন আমার খুব খারাপ লেগেছিলো।

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় বিকশিত নারী সংঘর আয়োজনে ‘সোনারগাঁও আশ্রয় কেন্দ্র’ নামক একটি অসহায় নারী-পুরুষদের বৃদ্ধাশ্রম ও এতিম শিশুদের আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেছেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিয়ারনগর বাগান বাড়ি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এসময় বিশেষ অতিথি হিসেবে তার সঙ্গে উপস্থিত ছিলেন- বগুড়া-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম তালুকদার। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

বিকশিত নারী সংঘর সভাপতি ও সোনারগাঁও আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা সৈয়দা তাওফিকা শাহেদ রিনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (সি.আই.পি)এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ও মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান মোল্লা।

এসময় আরও উপস্থিতি ছিলেন-জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী নাজমুল ইসলাম লিটু, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

জানাগেছে, এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। এই প্রকল্প তৈরি হলে প্রায় ৫০ জন এতিম ও অসহায় নারী-পুরুষ এখানে বসবাস করতে পারবেন।