সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে ছিনতাই ও চাঁদাবাজ চক্রের ৭জন সক্রিয় সদস্য গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাউদ জিকু।

তিনি জানান, র‌্যাব-১১ ব্যাটালিয়ন সদর ৭ফেব্রুয়ারি সোমবার রাত পৌণে ১০টায় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ সাকিনস্থ রসুলবাগ ক্যানেল এলাকায় হতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের ৭ জন সক্রিয় সদস্য মোঃ রিপন, মোঃ রিয়াজ, মোঃ নুর ইসলাম, ​মোঃ শরিফ, মোঃ আল আমিন, মোঃ আসিফ, মোঃ সোহান শেখকে গ্রেপ্তার।গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে সুইচ গিয়ার চাকু- ৩টি, জিআই পাইপ-২টি উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ সাকিনস্থ রসুলবাগ ক্যানেল এলাকায় ক্যানেলের পাড় কাঁচা রাস্তার পশ্চিম পার্শ্বে মোঃ আলীর বাড়ীর উত্তর দিকে ফাঁকা জায়গায় অবস্থান করছে।

প্রেক্ষিতে র‌্যাব-১১ এর আভিযানিক দল উক্ত স্থানে হাজির হয়ে ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের ০৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে আসছিল। ছিনতাইকারী ও চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।