সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর রামনগর একতা ক্লাবের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্ত:রামনগর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাতের আধারে আলোকসজ্জার মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ায় অনুষ্ঠানটি প্রানবন্ত করে তোলে।
১১ফেব্রুয়ারি শুক্রবার রাতে বক্তাবলীর রামনগর পশ্চিমপাড়া খেলার মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে রাতের আধারে আলোকসজ্জার মাধ্যমে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করায় মাঠের চারদিকে শত শত নারী-পুরুষের উপস্থিতিতে খেলাটি আরো জাঁকজমক হয়ে উঠে এবং খেলোয়ারদের মধ্যে আরো উৎসাহ বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানে একতা ক্লাবেে প্রধান উপদেষ্টা মাশফীকুর রহমান শিশিরেের সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চানালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ডের সাবেক ব্যবস্থাপক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমির হোসেন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল ক ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা: এ কে এম সফিউদ্দিন আহম্মেদ মিন্টু, বঙ্গটেক্স লিমিটেডের চেয়ারম্যান মোঃ জুয়েল শেখ, বঙ্গটেক্স লিমিটেডের বাযবস্থাপনা পরিচালক মোঃ নুরনবী সুমন, পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয় ও আলোকিত বক্তাবলীর সভাপতি মোঃ নাজির হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার নারায়গঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মহিউদ্দীন ভূইয়া, আলীরটেক ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মোক্তার হোসেন ও শাহিন রাজু, রাইসা ফ্যাশন এর কর্ণধার রাহামানুল হুদা বুলবুল, আলোর দিশারী সমাজ উন্নয়ন সংসদের সভাপতি মোঃ সোহরাব ভূইয়া ও সাধারণ সম্পাদক মোঃ হালিম, হাকিম চৌধুরী হার্ডওয়্যারের মালিক মোঃ তুহিন চৌধুরী প্রমুখ। খেলা পরিচালনা করে মোঃ আতাউর রহমান ফকির, অর্ভথনায় ছিলেন রামনগর একতা ক্লাবের সভাপি মোঃ সুমন পারভেজ।
ফাইনাল খেলায় ইয়াং স্টার ও ব্রাদার্স ইউনিয়ন নামের দুটি দল অংশগ্রহন করেন। খেলাটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ২৫-২৫ মিনিটের খেলায় ২-১ গোলের ব্যবধানে ব্রাদার্স ইউনিয়ন বিজয়ী হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।