সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত কাইকারটেক হাটের ইজারা নিয়ে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনায় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু সহ ৬২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছাত্রলীগের এক নেতা। সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে মামলার বিষয়টি স্বীকার করেছেন সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান।
মামলায় চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও রফিকুল ইসলাম নান্নু ২২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়েরের পর মামলাটি করেছেন ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম সজল। মামলায় রবিউল হোসাইন, রোমান, হৃদয়, অনিক, আলামিন ও শান্তকে গ্রেপ্তার করা হয়। ১৭ ফেব্রুয়ারী রাত ১১টায় সংঘর্ষে আহত সিরাজুল ইসলাম সজল বাদী অভিযোগটি দায়ের করেন।
মামলায় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুম বাবু ও উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু ছাড়াও আসামি করা হয়েছে-মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য শিপন মেম্বার, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এস.কে সজিব, সুমন, নূরে আলম, শফিকুল ইসলাম সাগর, হৃদয় প্রধান, অনিক প্রধান, আল আমিন, রোমান বাদশা, রবিউল, মলিন, শান্ত , পায়েল, রানা, রক্সি ও মামুনকে।
লিখিত অভিযোগে দাবি করা হয়, মোগরাপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী কাইকারটেক হাটটি ইজারা নিয়ে দীর্ঘ দিন ধরে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সমর্থক রোমান বাদশা হাট পরিচালনা করে আসছিল। গত ১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি অনুগামী মামলার বাদী সিরাজুল ইসলাম সজল তার লোকজন নিয়ে ওই হাটের দরপত্র জমা দিতে যান। এতে উপজেলা যুবলীগের সভাপতি নান্নুর অনুগামী মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজিব, যুবলীগ কর্মী সাগর, হৃদয়, অনিক, পলাশ, পায়েল সহ ২০/২৫ জনের একদল যুবলীগের নেতাকর্মীরা এসে বাধা দেন এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
আরো অভিযোগ করা হয়- চাঁদা দিতে অস্বীকার করলে নান্নুসহ অন্যান্য আসামীদের হুমকি দিয়ে হামলা চালায়।হামলায় শেখ মেহেদী হাসান, সজল, জাবেদ মিয়া, পারভেজ মিয়া, রানা, মিরাজ হোসেন, আব্দুল আলী ও বাবু সহ ১৩ জন আহত হন। ৩জনকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ পাসপাতালে পাঠানো হয়।