সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সহ সর্বস্তরের জনগণ নিয়ে তিনি এই শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি)গোলাম মোস্তফা মুন্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবারে কল্যান কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের দায়িত্ব কর্মকর্তাগণ।
এ ছাড়াও উপজেলা জাতীয় পার্টি সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রায়হান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, সাবেক চেয়ারম্যান ও নোয়াগাও ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক দেওয়ান উদ্দিন চুন্নু, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হাসেম, উপজেলা জাতীয় পার্টি নেতা লায়ন তোফাজ্জল হোসেন, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হোসেন, নারী নেত্রী জাহানারা রহমান, কাউন্সিলর জাহেদা আক্তার মনি, শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মনির হোসেন তোতা, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা এমরান ভূইয়া, আলীজাহান মেম্বার, বকুল মেম্বার, নোয়াগাও ইউনিয়ন জাতীয় পার্টি নেতা সাকিব হাসান মেম্বার, শাহীন মোল্লা, শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আমীন মেম্বার, রফিক মেম্বার, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টি নেতা হারুন অর রশিদ মেম্বার, সাইফুল, মতিউর রহমান, রুহুল আমীন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রুনা আক্তার, পলি বেগম প্রমুখ।