জেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে আওয়ামীলীগে জটিলতা!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত ২০১৬ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। সেই হিসেবে গত বছরের ২৮ ডিসেম্বর জেলা পরিষদের ৫ বছর মেয়াদ পূর্ণ করেছে। ওই নির্বাচনে আনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হোন। ওই বছর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন আনোয়ার হোসেন। কিন্তু তাকে মেয়র পদে মনোনয়ন দেয়া না হলে তিনি নামাজ পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে তাকে ভর্তি করা হলে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রীকে তাকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনিত করার বিষয়টি জানান। কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হোন। পরে সদস্য পদগুলোতে ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়।

তবে গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এবার নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছেন ডা. সেলিনা হায়াত আইভী। সিটি নির্বাচনের পর এবার আলোচনায় জেলা পরিষদের চেয়ারম্যান কে হতে যাচ্ছে। যদিও এখানে সরকারি দল আওয়ামীলীগের মনোনিত প্রার্থীই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হবে না এবং বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবেনা।

স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সঙ্গে কথা বলে জানাগেল- এবারের নির্বাচনে আনোয়ার হোসেন দলের মনোনয়ন নাও পেতে পারেন। সান নারায়ণগঞ্জকে অনেকেই জানিয়েছেন- যদিও আনোয়ার হোসেন নিজেকে একজন মনোনয়ন প্রত্যাশি হিসেবে দাবি করে আসছেন। তিনি দাবি করছেন তিনি গত ৫টি বছর যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। ফলে তিনিও আশাবাদী তিনি এবারও দলের মনোনয়ন পাবেন।

তবে এবার জেলা পরিষদের চেয়ারম্যান পদটির দিকে টার্গেট রয়েছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের বেশকজন শীর্ষ নেতার। যাদের মধ্যে অন্যতম জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। এছাড়াও আলোচনায় রয়েছেন আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল। সান নারায়ণগঞ্জকে অনেকেই বলেছেন- নারায়ণগঞ্জে আওয়ামীলীগকে শক্ত অবস্থানে নিতে এদের প্রত্যেকেরই নানা ভুমিকা রয়েছে। প্রত্যেকেই ৪০ বছরের বেশি সময় ধরে আওয়ামীলীগের রাজনীতি করে আসছেন। তাদের ব্যক্তিগত ইমেজ নিয়েও তেমন একটা প্রশ্ন ওঠেনি। এসব নেতাদের কারো বিরুদ্ধেই সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি ভুমিদস্যুতা কিংবা এসব অপকর্মকারীদের আশ্রয় প্রশ্রয় দেয়ার অভিযোগও নেই। কিন্তু এদের মধ্যে কে হতে যাচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান সেই বিষয়টি এখন আলোচনায়।

জানাগেছে, জেলা পরিষদের গত নির্বাচনে চেয়ারম্যান পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ১৫ ওয়ার্ডের মধ্যে ৫টিতে মেম্বার পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। ভোটের ফলাফলে সোনারগাঁওয়ে সংরক্ষিত আসনে অ্যাডভোকেট নূর জাহান নির্বাচিত হয়েছেন।

এছাড়া ৪নং ওয়ার্ডে (সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন, ফতুল্লা ইউনিয়ন ও এনায়েতনগর ইউনিয়ন) মোস্তফা হোসেন চৌধুরী, ৬নং ওয়ার্ডে (মদনপুর ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন, ধামগড় ইউনিয়ন, কলাগাছিয়া ইউনিয়ন ও বন্দর ইউনিয়ন) নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, সোনারগাঁও উপজেলার ৭নং ওয়ার্ডে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, ৯নং ওয়ার্ডে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম খাঁন জয়ী হয়েছেন।

৮নং ওয়ার্ডে সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল তালা প্রতীকে ২০ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্ধী ফারুক হোসেন ভূইয়া সিলিং ফ্যান প্রতীকে ২০ ভোট পেয়ে সমতা থাকলে ডিসি অফিসে লটারির মাধ্যমে ফারুক সদস্য হোন।

রূপগঞ্জ উপজেলায় ১৩নং ওয়ার্ডে (তারাব পৌরসভা, কাঞ্চন পৌরসভা ও মুড়াপাড়া ইউনিয়ন) মোস্তাফিজুর রহমান, ১৪নং ওয়ার্ডে (কায়েতপাড়া ইউনিয়ন, রূপগঞ্জ ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়ন) মিজানুর রহমান, ১৫নং ওয়ার্ডে (ভুলতা ইউনিয়ন, ভোলাব ইউনিয়ন ও গোলাকান্দাইল ইউনিয়ন) কামরুল হাসান ভূইয়া ও রূপগঞ্জে সংরক্ষিত ৫নং ওয়ার্ডে সীমা রানী পাল টেবিল ঘড়ি প্রতীকে জয়ী হয়েছেন।

সংরক্ষিত ১নং ওয়ার্ডে মাহমুদা মালা, ২নং ওয়ার্ডে জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানির স্ত্রী সাদিয়া আফরীন, ৫নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন, আড়াইহাজারের ১০নং ওয়ার্ডে খোরশেদ আলম, ১১নং ওয়ার্ডে মাহবুবুর রহমান রোমান, ১২নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম ভূইয়া, সংরক্ষিত ৪নং ওয়ার্ডে আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন আক্তার কবিতা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।