সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
চলমান কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আওতায় ২৬ ফেব্রুয়ারি শনিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯১নং প্রতাপেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক গণটিকার ১ম ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই টিকা কার্যক্রম পরিচালিত হয়।
এই সময় গণটিকা কার্যক্রম পরিদর্শনে আসেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ডাক্তার জেসমিন আরা খানম। এ সময় তার সঙ্গে ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, সহকারী কমিশনার (ভুমি) গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাবরিনা হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম অহা্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমূখ।