সুমনের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ তুললেন দিদার খন্দকার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

রোটারিয়ান ও সমাজ সেবক দিদার খন্দকার ও তার স্বজনদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে জৈনক মতিউর রহমান সুমন নামের একজন। এমন মামলার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ঘটনার বিস্তারিত জানিয়ে মতিউর রহমান সুমনের বিরুদ্ধে পাল্টা প্রতারণার অভিযোগ তুলেছেন দিদার খন্দকার।

২৬ ফেব্রুয়ারি শনিবার লিখিত বক্তব্যে দিদার খন্দকার জানান, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদমাধ্যমে জানতে পারি যে, সন্ত্রাসী ভূমিদস্যু বিভিন্ন মামলার জেল খাটা আসামি মতিউর রহমান সুমন আমাদের নামে ভিত্তিহীন বানোয়াট মিথ্যা সংবাদ প্রচার করেছে। তার এসকল সংবাদের সত্যতা নাই। সন্ত্রাসী ভূমিদস্যু আসামি মতিউর রহমান সুমনকে আমরা ১৭জন ভূমির মালিক গত ২০১৭ সালের ১৫.৪২ শতাংশ জমির পাওয়ার দেই।

দিদার খন্দকার আরো জানান, নির্ভর হাইজিং লিমিটেডের নামে আমাদের কাছ থেকে পাওয়ার নিয়ে সেই জমিতে ফ্ল্যাট বুকিং দিয়ে দুই কোটি ৭২ লক্ষ টাকা নিয়ে নেয়। সেই জমিতে শুধুমাত্র পাইলিংয়ের কাজ করে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি ভূমিদস্যু প্রতারক সুমন একটি চেক ডিজঅনার মামলায় কাশিমপুর কারাগারে আছে।

জেলে থাকা সুমনের সাথে দেখা করলে সুমন জানায়, সে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে বলে আমি আপনাদের জমির পাওয়ার নামা বাতিল করে দিই, আর আমি যে টাকা নিয়েছি জেল থেকে বের হয়ে তার হিসাব করে পাওনা থাকলে আমি দিয়ে দেব। সেই মোতাবেক জমির পাওয়ার বাতিল করি ১৭ এপ্রিল ২০১৭ সালে।

আমরা চাচা-ভাতিজা মিলে সেই জমিতে বাড়ি তৈরি করি। প্রতারক সুমন জেল থেকে বের হলে তার সাথে কয়েক দফা যোগাযোগ করি। তার কাছে পাওনা টাকা হিসাব চলেছে তালবাহানা করে। গত ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ জানতে পারি প্রতারক সুমন আমি এবং চাচাদের নামে মিথ্যা মামলা করেছে এবং ওয়ারেন্ট বের করেছে সম্পূর্ণ গোপনীয়ভাবে যা আমরা জানিনা।

প্রতারক সুমন আমাদের জমিতে নিজ জমি বলে দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা। তাই আমি আমার পরিবারের অন্যান্য ওয়ারিশগণ তার এই সকল সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

আমরা ভবিষ্যতে তার অপকর্মের সকল প্রমাণপত্র নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তাই আপনাদের কাছে আবেদন সন্ত্রাসী ভূমিদস্যু প্রতারক বিভিন্ন মামলার আসামি মতিউর রহমান সুমনের কোন কথা অপপ্রচার করবেন না। কারণ আপনাদের কলম মানুষের জীবনের কথা বলে। আপনারা সমাজ গড়ার সমাজ হাতিয়ার। আপনাদের কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র।