নিত্য পণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে সোনারগাঁয়ে কৃষকদলের লিফলেট বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

“চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, তরি-তরকারি ও গুড়ো দুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নাভিশ্বাস উঠেছে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের। সর্বগ্রাসী দুর্নীতি ও বাজার সিন্ডিকেটসহ আওয়ামী অপশাসনের বিরুদ্ধে রুখে” দাঁড়ানোর আহবান জানিয়ে কেন্দ্রীয় বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অংশ হিসাবে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন শান্তির বাজার হাটে সোনারগাঁ উপজেলা কৃষক দলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকাল থেকেই দুপুর পর্যন্ত বারদী ইউনিয়ন শান্তির বাজার হাটসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন সিকদার, সোনারগাঁ থানা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ আলী আজগর চেয়ারম্যান, সোনারগাঁ উপজেলা কৃষকদলের সভাপতি ফজলু মেম্বার সোনারগাঁ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, বারদী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ রফিক, বারদী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ডাক্তার মোঃ খোকন, সোনারগাঁ উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল , সাদিপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ সুমন মোল্লা, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সদস‍্য মোমেন মোল্লা, বারদী ইউনিয়ন কৃষক দল নেতা মোকলেছ, আবুল কাশেম, আলম সহ বারুদী ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।