সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুক্তির উৎসব উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ মার্চ সোমবার দুপুরে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাবরিনা হক, সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইউসুফ হাবিব, সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিবা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, সোনারগাঁ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জাব্বার প্রমুখ।