‘আমার সাথে ছবি তুলে, মহল্লায় গিয়ে দোকানদারকে থাপ্পর মেরে দিছে, বদনাম আমার’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, অনেক মানুষ আছে আমার পেছনে দাঁড়িয়ে ছবি তুলছে, দেখা যাবে আমি চলে যাবার পরে মহল্লার এক দোকানদারকে থাপ্পর মেরে দিছে। তখন আর আমার কিছু থাকবে না, আমার সব শেষ হয়ে যাবে। আমি কোন অন্যায়কে প্রশ্রয় দেইনা, আমি শক্তিপূজারি রাজনীতি করি না। আমি সব সময় যে এমন ছিলাম তা কিন্তু না। ধৈর্য হলো মানুষের সব থেকে বড় জিনিস। আমাকে অনেকে গালাগালি করে, তাতে ওর পাপ বাড়ে আমার গায়ে লাগে না।

২৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর ইউনিয়নে সার্বজনীন মিলন উৎসবে তিনি এসব কথা বলেন। ওই মিলন উৎসবে কাশীপুরের বিশিষ্টব্যক্তিবর্গ, সর্বসাধারণ ও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণ করেন।

এ সময় অনুষ্ঠানে খেলাধুলা, শিশু বিনোদন, তথ্যচিত্র প্রদর্শনী, মিলনমেলা, ফটোগ্রাফি, গুণীজন সম্মাননা (মুক্তিযুদ্ধ, সমাজসেবা ও শিক্ষা-মানবসম্পদ উন্নয়ন), নবনির্বাচিত জনপ্রতিনিধি পরিচিতি, স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।