সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দিনভর ব্যাপক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি। ২৬ মার্চ শনিবার সকালে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
এরপর ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা কোরআন খতম, কোরআন খানি, কোরআন তেলোয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মাধ্যমে তিনি এই দিবসটি পালন করেন।
একই সঙ্গে জাতির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন সকাল ৯টায়। এরপর দিনব্যাপী মোগরাপাড়া ইউনিয়ন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন ছিল, পবিত্র কুরআন তিলাওয়াত, আযান প্রতিযোগিতা, নাতে রাসূল, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, রচনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গান, অন্ধের হাড়িভাঙ্গা, কলাগাছ খেলা, ইসি খেলা, বাচ্চাদের চকলেট খেলা, বালিশ খেলা, দৌড় প্রতিযোগিতা, মোরগযুদ্ধ সহ আরও অনেক খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মোগরাপাড়া ইউনিয়নের প্রতি গ্রুপে সেরা ৩ জনকে বিজয়ী পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা শাহ-জামাল তোতা সাবেক মেম্বার, বীর মুক্তিযোদ্ধা শাহআলম।
এই সময় সোহাগ রনি বলেন, একাত্তরের ২৬ মার্চ আজ এই দিনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার পর বীর মুক্তিযোদ্ধাদের বিরত্বে আত্মপ্রকাশ করে, তাদের সম্মান ও শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। নতুন প্রজন্ম এই শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানা প্রয়োজন।
এসময় আরোও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সেলিম, যুবলীগ নেতা আলমগীর হোসেন, সোনারগাঁও ডিগ্রী কলেজের ভিপি সজল চন্দ্র ঘোষ, জিএস অর্নি আলম, শাখাওয়াত হোসেন, গনি প্রধানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।