আইনজীবীদের কাছে প্রসংশিত হলেন জুয়েল ও রনি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে টিকা বুস্টার ডোজ প্রদানে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের সুবিধার্থে আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলায় ব্যবস্থা করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রবিউল আমিন রনি।

২৮ মার্চ সোমবার সকাল থেকে দিনব্যাপী আইনজীবীরা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলা থেকে করোনা টিকা বুস্টার ডোজ গ্রহণ করেন। আইনজীবীদের জন্য এই আয়োজনের বিষয়টি নিয়ে আইনজীবীরা উচ্ছ্বাস প্রকাশ করে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও অ্যাডভোকেট রবিউল আমিন রনিকে ধন্যবাদ জানান। আইনজীবী সমিতির বর্তমান পরিষদের সকলেই দিনভর এই কার্যক্রমে সহযোগিতা করেছেন।

একই সঙ্গে তাদের এমন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও অ্যাডভোকেট রবিউল আমিন রনির প্রশংসা করেন আইনজীবীরা বলেন, সাধারণত টিকা নিতে গেলে আদালতের কার্যক্রম বন্ধ করে টিকাকেন্দ্রে আইনজীবীদের যেতে হয়। ফলে পুরো দিনটিই আইনজীবীদের জন্য মাটি হয়ে যায়। অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেক হয়রানি ভোগান্তিতে পড়েন আইনজীবীরা। ওই দিনটাও আইনজীবীরা তার নিজের পেশাটা পরিচালনা করতে পারেন না। কিন্তু আইনজীবীদের এই সমস্যার বিষয়টি চিন্তা করে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমিন রনি জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে আইনজীবীদের টিকা প্রদানের জন্য ব্যবস্থাপনা করেন। প্রায় দুই শতাধিকের কাছাকাছি এই বুস্টার ডোজ গ্রহণ করেন আইনজীবীগণ।

এর আগে সোমবার সকালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান। এ সময় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমিন রনি সহ আরো উপস্থিত ছিলেন জেলা আদালতের বর্তমান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুর রশিদ ভূঁইয়া, সাবেক পিপি অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন সহ বিপুলসংখ্যক সিনিয়র আইনজীবীরাগণ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দীন আহামেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট স্বপন ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সোহেল আজাদ, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট হাছিব উল হাসান রনি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট রাজিয়া আমিন কানচি, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান, কার্যকরী সদস্য অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, অ্যাডভোকেট হালিমা আক্তার, অ্যাডভোকেট হোসেন আহমেদ, অ্যাডভোকেট মেরাজ সরকার ও অ্যাডভোকেট অঞ্জন দাস প্রমূখ।