সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
সম্পতি বেশ কিছু বড় বড় ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আড়াইহাজারে বিল্লাল হোসেন নামের এক পোল্টি খামারির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা কক্ষে থাকা সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বৃহম্পতিবার রাত আড়াইটার দিকে আড়াইহাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের স্থানী নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।
বিল্লাল হোসেনের স্ত্রী রাহিমা বেগম বলেন, ডাকাতরা দলের সদস্যরা বিল্ডিংয়ের কেচি গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা আলাদাভাবে তিনটি কক্ষে পাঁচজন করে অস্থান নেয়। পরে আমার থাকার কক্ষসহ অন্য দুই ছেলে ডালিম ও রমজানের গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে তারা ঘরে থাকা লুঙ্গি ছিঁড়ে হাত-পা বেধে ফেলে।
রাহিমা আরও বলেন, প্রায় দেড় ঘন্টাব্যাপী ডাকাত সদস্যরা বিল্ডিংয়ের বিভিন্ন কক্ষে তান্ডব চালায়। স্টীলের আলমারী ভেঙে প্রায় তিন লাখ টাকা, তিনটি মোবাইল ও ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় ভয়ে তার স্বামী বিল্লালের গলা শুকিয়ে গেলে ডাকাতদের কাছে পানি চাইলে তারা পানি খেতে দেয়নি। পরে ডাকাতরা চলে গেলে তিনি পাশের মসজিদে গিয়ে ডাকাত বলে চিৎকার করেন।
রাহিমা বগেম আরও বলেন, এ সময় ডাকাত সদস্যরা ফ্রি থাকা মিষ্টি খেয়ে বিভিন্ন ধরনের ফল ব্যাগে ভরে সিএনজি করে চলে যায়। খবর পেয়ে রাতেই আড়াইহাজার থানার পুলিশ ঘটনান্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, একদিন আগে স্থানীয় দক্ষিণপাড়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই বাড়ি থেকে বিপুল পরিমাণ বৈদশিক মুদ্রা লুট করে নিয়ে যায়। আড়াইহাজার থানা থেকে মাত্র কয়েক গজ দূরুত্বের মধ্যে কয়েকদিন আগে নোয়াপাড়া ও শিবপুর এলাকায় ডাকাতরা হানা দিয়ে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ, থানা থেকে মাত্র কয়েক গজের দূরুত্বে ডাকাতির ঘটনা ঘটছে। অথচ পুলিশ কিছুই করতে পারছে না। রাত হলেই এলাকায় ডাকাত আতংক বিরাজ করতে থাকে। রাতে আমাদের নিরাপত্তা দিতে পারছে না পুলিশ। বিভিন্ন এলাকা থেকে গত কয়েক মাসে বিপুল সংখ্যক মোটরবাইক চুরির ঘটনা ঘটেছে। পুলিশ এগুলোর একটিও উদ্ধার করতে পারেনি। পুলিশ তাহলে কি করছে? আগের যেকোন সময়ের রেকর্ড ভেঙে রমজানেও ডাকাতির ঘটনায় পুরো এলাকায় নতুন করে মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।
এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে রাতেই বিল্লাল হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। আমি নিজেও সকালে গিয়েছিলাম। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।