নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ইফতার পার্টিও পাল্টাপাল্টি!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর মহানগর যুবদলের নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে রাজনীতি করছেন। মমতাজ উদ্দীন মন্তুকে আহ্বায়ক ও মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করার পর এই কমিটির বিরোধীতা করে বিগত কমিটির নেতারা পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছে। এবার মহানগর যুবদলের মন্তু-সজল গ্রুপের অনুষ্ঠানে যখন যুবদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন তখন অপর পক্ষের নেতাকর্মীরাও পাল্টা ইফতার পার্টির আয়োজন করেছেন। মুলত মনিরুল ইসলাম সজল ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক। সেখাণ থেকে সজলকে যুবদলে সদস্য সচিব করায় তাকে মানতে পারছেন না রাজপথের সক্রিয় নেতাকর্মীরা।

জানাগেছে, গত ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে নগরীর খানপুরস্থ বরফকল চৌধুরী ফ্যান্ডাসী পার্কে নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও প্রধান বক্তা হিসেবে যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সহ-সভাপতি এস. এম জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন নান্নু, মজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, সহ- সাধারণ সম্পাদক শাহ্ আলম চৌধুরী, মোশাররফ হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক ওমর তাহের বাবু, মহসিন হোসেন বিদ্যুৎ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি সদস্য মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ আলী খান টিপু।

অন্যদিকে একইদিন মহানগর যুবদলের অপর গ্রুপের নেতাকর্মীরা পাল্টা ‍পৃথক স্থানে ইফতার পার্টির আয়োজন করেন। মুলত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারেই নগরীর মাসদাইর এলাকায় মজলুম মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশবাসীর কল্যাণ কামনায় ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সদস্য কেএম মাজহারুল ইসলাম জোসেফ, সাবেক সহ -সভাপতি রানা মুজিব, নাজমুল কবির নাহিদ, ইউনুছ খান বিপ্লব, শেখ মোঃ সেলিম, রিটন দে, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারসহ বিগত কমিটির সিনিয়র নেতাদের মধ্যে রুহুল আমিন, কাজী নুরে আলম, কাজী সোহাগ সহ কয়েক যুবদলের নেতাকর্মী।