সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে অসহায় ও খেটে খাওয়া প্রায় ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ্ মোহাম্মদ সোহাগ রনি।
৩০ এপ্রিল শনিবার সকাল ৯টায় মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫৬টি গ্রামে ৩ হাজার পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সোহাগ রনির পিতা সাবেক মেম্বার শাহজামান তোতা।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি বলেন, করোনার পরও আমি আমার এলাকার সাধারণ মানুষকে ভুলে যাইনি। এ অসহায় মানুষগুলোর সাথে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি অনেক খুশী।
তিনি বলেন, মোগরাপাড়া ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন দেন তাহলে এই মোগরাপাড়া থেকে বিপুল জনসমর্থনে বিজয় ছিনিয়ে এনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
এর আগে তিনি আরো বলেন, আমার পিতা মানুষের সেবা করেছেন দীর্ঘদিন। আমার নেতা আমার পিতা। পিতার মতই মানবসেবার ব্রত নিয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। জনসেবার মানসিকতা নিয়েই জননেত্রী শেখ হাসিনার কাছে নৌকা চাই।