সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদে কল্যাণে ব্যতিক্রমধর্মী উন্নয়নের ধারাবাহিকতায় আইনজীবীদের জন্য চালু করা হয়েছে ‘ল’ইয়ার্স পার্সোনাল ডিপোজিট স্কিম’। ৮ মে রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কার্যক্রম শুরু করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমিন রনি।
এর আগে গত ২৪ এপ্রিল পবিত্র রমজান মানে আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও নারায়ণগগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান প্রকল্পটির উদ্বোধন করেন।
এছাড়াও আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট স্বপন ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সোহেল আজাদ, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট হাছিব উল হাসান রনি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট রাজিয়া আমিন কানচি, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান, কার্যকরী সদস্য অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, অ্যাডভোকেট হালিমা আক্তার, অ্যাডভোকেট হোসেন আহমেদ, অ্যাডভোকেট মেরাজ সরকার ও অ্যাডভোকেট অঞ্জন দাস এ সময় উপস্থিত ছিলেন।