সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আগামী ২৬ মে থেকে আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা পুরোদমে নামবেন ভোট প্রার্থনায়। তবে এরি মাঝে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি যাচ্ছেন দোয়া প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিসার তার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছেন।
নির্বাচন কমিশনের শর্তের কারণে প্রার্থীরা ২৬ মে তারিখের আগে আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারছেন না। তারপরও বসে নেই নৌকার চেয়ারম্যানপদপ্রার্থী হাজী শাহ মো. সোহাগ রনি। বিভিন্ন এলাকার ভোটারদের দোয়া-আশীর্বাদ নেওয়ার জন্য পাড়া-মহল্লা ও বাজার-ঘাটে ঘুরে, কখনো বাড়ি বাড়ি গিয়ে ব্যস্ত সময় কাটান তিনি।
আলোচিত এই চেয়ারম্যান প্রার্থী যেখানেই যাচ্ছেন সেখানেই জনগণের সারা পাচ্ছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের ছাত্র ও যুব সমাজ তাকে দেখলেই এগিয়ে আসছেন। সোহাগ রনিও বয়বৃদ্ধ মুরুব্বী বাবা মায়েদের দোয়া প্রার্থনা করে ঘরে ঘরে যাচ্ছেন।