সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ বন্দরের কল্যান্দীস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শুরু হয়েছে। আগামী ১০জুনের নির্বাচনকে সামনে রেখে প্রার্থী সমর্থকদের প্রচার প্রচারণা বিরামহীনভাবে চলছে।
এদিকে প্রতিদিনের ন্যায় ৩১মে মঙ্গলবার দিনব্যাপী গণসংযোগ করেছেন ৩নং ব্যালটধারী প্রার্থী ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফ। সকাল থেকেই তিনি কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজীপুর গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা করেন।
সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে ইঞ্জিনিয়ার আরিফ বলেন,আমার কোন দল নেই আমার কোন গ্রæপ নেই। অভিভাবকরাই আমার দল তারাই আমার গ্রæপ। শিক্ষা প্রতিষ্ঠানে দলাদলি থাকা ঠিক নয়। এটা সেবার জায়গা। বিদ্যালয় পরিচালনা কমিটিতে তাদেরই আসা উচিত যারা শিক্ষার মান বৃদ্ধি,প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার্থীদের সার্বিক মঙ্গলার্থে কাজ করবে। আমি বিশ্বাস করি পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের অভিভাবকরা খুবই সচেতন তারা তাদের সন্তানদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে আমাকে তারা ম্যান্ডেট দিবেন। শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে
বিদ্যালয়কে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরিত করবো।