সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিশাল র্যালি নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (২৫ জুন) সকালে সংগঠনের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে পূজা পরিষদের নেতৃবৃন্দ শহরের চাষাঢ়া থেকে র্যালী নিয়ে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করে।
এদিন সকাল থেকেই পূজা পরিষদ নেতৃবৃন্দ শহরের চাষাঢ়ায় গোপাল জিউর মন্দিরে জড়ো হন। সকাল আটাটায় জেলা প্রশাসনের দেওয়া পদ্মা সেতুর টিশার্ট গায়ে দিয়ে এবং বাদ্য বাজনা বাজিয়ে শিখন সরকারের নেতৃত্বে পূজা পরিষদের নেতৃবৃন্দ শহর জুড়ে আনন্দ র্যালীতে অংশ নেয়। এ সময় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে স্মরণ করে শ্লোগান দেন এবং স্বপ্নের পদ্মা সেতুর মঙ্গল কামনা করেন।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন ছাড়াও আরো উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাশ, জেলা পূজা উদযাপন পরিষেেদর যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, পূজা পরিষদ নেতা সুশিল দাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানা পূূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বীরেন দাস, সিদ্ধিরগঞ্জ থানা পূূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, পূজা পপরিষদ নেতা কৃষ্ণ আচার্য্য, তপন গোপসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।