সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘ধৃষ্টতাপূর্ণ’ বক্তব্যে প্রদানের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে সর্বাত্মক আলোচিত মাসুকুল ইসলাম রাজীব কয়েক হাজার নেতাকর্মী নিয়ে নগরীতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল করেছেন।
২২ জুলাই শুক্রবার দুপুর থেকেই রাজীবের ডাকে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর মিশনপাড়া এলাকায় এসে জড়ো হতে থাকে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে রাজীবের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়। এসময়ে নেতাকর্মীদের মুখে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো নগরী। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময়ে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য এস এম শৈবাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া, সহ-সম্পাদক খায়রুল কবির মুন্না, আঃ জব্বার, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সহ- কোষাধ্যক্ষ আশরাফ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, জেলা ছাত্রদলের সহ- সভাপতি শাহাজাদা আলম রতন, সহ- সভাপতি রুবেল হোসাইন, ইকবাল প্রধান, মহানগর ছাত্রদলের সহ- সভাপতি নাসিম পারভেজ অন্তু, হামিদুর রহমান সুমন, সহ- সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রছি, জেলা স্বেচ্ছাসেবক দলের নাট্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সদস্য রুবেল কিবরিয়া, ছাত্রদল নেতা মো. শোভন, মো. মুন্না, নাজমুল হাসান রাব্বি, মো. সুজন, আকাশ প্রমুখ।
এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে মাসুকুল ইসলাম রাজীব বলেন, ষড়যন্ত্র ও কটুক্তি করে তারেক রহমানে জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। তারেক রহমানে নেতৃত্বে দিন দিন জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগের নেতারা তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি বক্তব্য দিচ্ছেন। আমি আওয়ামী লীগ নেতা মান্নাফীর কটূক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রসঙ্গত, গত রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন বলে বিএনপি অভিযোগ তুলে। তারই প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেন তারা।