সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ’কে গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। এই গার্ড অব অনারের নেতৃত্ব দিয়েছেন বিএনসিসির রমনা ব্যাটলিয়নের ব্যাটলিয়ন কমান্ডার ও সরকারি তোলারাম কলেজের সহযোগী অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক।
রবিবার (৩০ অক্টোবর) সকালে সরকারি তোলারাম কলেজের মাঠ প্রাঙ্গণে এ গার্ড অব অনার দেওয়া হয় বিদায়ী অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ’কে।
বিদায়ী অধ্যক্ষ বেলা রানী সিংহ’কে গার্ড অব অনার দেওয়া শেষে বিদায় সংবর্ধনা দেন কলেজের শিক্ষক মন্ডলী ও বিএনসিসির ক্যাডেট কোররা।
এসময় আরও উপস্থিত ছিলেন- সরকারি তোলারাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাজমুল হুদা, শিক্ষক পরিষদের সম্পাদক সমাপ্ত কুমার সাহা, তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও বিএনসিসির ক্যাডেট কোররা।
এসময় বিদায়ী অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ তোলারাম কলেজের সহযোগী অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এমন একটি সুন্দর আয়োজন করার জন্য।