সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ৪ নভেম্বর শুক্রবার রাতে এ তথ্য জানান র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম।
তিনি জানান, ৪ নভেম্বর শুক্রবার র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ ফুটওভার ব্রিজের নিচে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদকব্যবসায়ীআসামীনূর ইসলাম ওরফে নুরুকে গ্রেপ্তার করা হয়।
সে কুমিল্লা জেলার কোতয়ালী থানার ধনপুর এলাকার মৃত আলী আশরাফ ওরফে তিতু মিয়ার ছেলে। ওই সময় তার কাছ থেকে মাদক দ্রব্য ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।