সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার সদর বাজারে ২৪ নভেম্বর বৃহষ্পতিবার বিকেলে ভ্রম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন দোকানকে পৃথক পৃথক কারণে বিভিন্ন অংকের টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই অভিযান চালান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, মেয়াদউত্তীর্ণ খাবার সামগ্রী বিক্রি ও সংরক্ষণ করা, ফুটপাত দখল করে দোকানপাটের আসবাব বসানো সহ ভোক্তা অধিকার সংক্রান্ত নানা অনিয়মের কারণে এ সমস্ত দোকানদারদেরকে জরিমানা করা হয়েছে।
এর মধ্যে সারোয়ারের মালিকানাধীন হাজী বিরিয়ানী হাউজকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের জেল, নান্না বিরিয়ানীর মালিক জুয়েল হাওলাদারকে নগদ ২০ হাজার টাকা ও তামান্না সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রম্যমান আদালত। এ রিপোর্ট লিখা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলছিল এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান।