সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ৯ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে, ১৬ এপ্রিল মঙ্গলবার রাতে ফতুল্লার হরিহরপাড়া এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। এ অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ এবাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মো. জহির আলীর ছেলে।
থানার আরেক টীম ফতুল্লার আলীগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে ২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার আ. আউয়াল মিয়ার ছেলে। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
অন্যদিকে এর আগের দিন সোমবার মাদক বিরোধী অভিযান চালিয়ে থানা ৭ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, ৫০ পুুরিয়া হেরোইন, ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার পুলিশ এসআই মিজানুর রহমান-১ গত ১৬ এপ্রিল রাতে মাসদাইর এলাকা থেকে ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ ঐ এলাকার জিন্নত আলীর ছেলে সাদ্দাম হোসেন, কবির আলমের ছেলে সুমন হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে।
এছাড়াও হাজীগঞ্জ ফাঁড়ি পুলিশ ১৫ এপ্রিল রাতে চানমারী বস্তি এলঅকা থেকে লিংক রোড়ে ৫০ পুরিয়া হেরোইনসহ রুস্তুম আলীর ছেলে শরিফ হাসানকে গ্রেপ্তার করেছে।
আলীগঞ্জ ঐলাকা থেকে ফতুল্লা থানা পুলিশ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাকৃতরা হলো আলীগঞ্জ ঐলাকার আবদুল বারেকের ছেলে জিতু, মৃত হায়াত আলীর ছেলে রুবেল এবং আলীমের ছেলে শাখাওয়াত হোসেন শ্রাবণ।
অপরদিকে, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গত ১৪ এপ্রিল দাপাইদ্রাকপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আাইনে মামলা দায়ের করেছে।