সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্তে দুই পক্ষের মুখো মুখি অবস্থান নিলে সংঘর্ষ বাঁধার প্রাককালে পুলিশ উভয় পক্ষের ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে ১২ ডিসেম্বর সোমবার রাতে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র। সোমবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর পূর্বপাড়া এলাকায় গাউছিয়া আড়াইহাজার সড়কে মারমুখী অস্থান নিয়ে রাস্তায় চলাচলরত এ্যাম্বুলেন্স ও গাড়ী ভাংচুর করে ত্রাস সৃষ্টি করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানায়, ওই গ্রামের দুই সহোদর মোতালিব এবং মতিনের (হৃদয় মতিন) মধ্যে সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্বের এক পর্যায়ে সোমবার বিকেলে উভয় পক্ষ লোকজন নিয়ে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে গাউছিয়া- আড়াইহাজার সড়কে অবস্থান নেয়। এ সময় তারা একটি রোগী বহনকারী এ্যাম্বুলেন্সসহ বেশ কিছু গাড়ী ভাংচুর করে ত্রাস সৃষ্টি করে। সংবাদ পেয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদারের নেতৃত্বে এস আই নূর এ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে মোতালিব ও মতিন সহ ৬ জনকে আটক করে। আটককৃত অন্যরা হচ্ছেন, ইমন, মোমেন, সোহেল ও আবু সিদ্দিক। উদ্ধার কৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দুটি ছোরা, ১২ টি বিশেষ আকারে তৈরী বাঁশের ও কাঠের লাঠি ।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, দু’পক্ষই অনেক দূর্দান্ত ও ঝগড়াটে লোক। তারা প্রায় সময়ই নিজেদের মধ্যে সম্পত্তি সংক্রান্তে ঝগড়ার সৃষ্টি করে মারমুখি হয়ে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টায় লিপ্ত হয়। এ ব্যাপারে থানার এস আই নূর এ আলম বাদী হয়ে ৮ জনকে নামীয় আসামী করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার রাতেই তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। বাকীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।