সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
১৭ ডিসেম্বর শনিবার অরাজনৈতিক, সাম্প্রদায়িক সামাজিক সংগঠন আনন্দধামের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দধামের প্রতিষ্ঠাতা তানভীর হায়দার খানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আনন্দ উচ্ছাসের সহিত পালন করা হয়। দিনের কর্মসূচির মধ্যে ছিলো দিনব্যাপী দেশ ও বিদেশে অবস্থানরত আনন্দধামের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সাথে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়, পারস্পরিক খোজ খবর নেওয়া ও আনন্দধামের ভবিষ্যত কর্মধারা নিয়ে সৌহার্দ্য পুর্ন মতবিনিময়।
শনিবার বিকেলে স্থানীয় চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কে আয়োজন করা হয় আনন্দধামের মিলন মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার। বিকেল ৫টা গড়াতেই চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর উপস্থিতিতে আনন্দধামের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পদভারে এক আনন্দমুখর পরিবেশে মেতে উঠে। এ সময় লন্ডনে অবস্থানরত আনন্দধামের প্রতিষ্ঠাতা তানভীর হায়দার খান ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম বাবু, মহাসচিব আবদুল মান্নান মিয়া, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, বাবু শ্যামল দত্ত, যুগ্ম মহাসচিব বাবু বিশ্বজিৎ সাহা, আনন্দধাম প্রবীণ সংঘের সভাপতি আবদুর রহমান বাচ্চু, আনন্দধাম মিড টাউনের সভাপতি সোহেল প্রধান, ১৪নং ওয়ার্ড সভাপতি খোকন গাজীসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আনন্দধাম আজ হাটি হাটি পা করে ষষ্ঠ বসরে পদার্পণ করলো। আমরা চেষ্টা করেছি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সমস্যাগুলো একটি বৃহত্তর পরিবারের মত সম্মিলিতভাবে সমাধান করে এগিয়ে যেতে ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলু পালনের মাধ্যমে দেশের নাগরিকদেরকে তাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করতে। হয়ত আমাদের এই চেষ্টা কখনো সফল হয়েছে, আবার কখনো ব্যর্থ হয়েছে। তবে আমরা অনন্দিত এই জন্যে যে, আমরা প্রচেষ্টা চালিয়েছি।
তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে পারস্পরিক সহযোগিতার মন্ত্রে গড়া আনন্দধাম নতুন সমাজ ব্যবস্থার বার্তা বহন করে।
অনুষ্ঠানে কেক কাটা, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের পর সবাইকে রাতের খাবারে আপ্যায়িত করা হয়।