সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকা থেকে ডিস বাবুকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বন্দর থানার একটি চাঁদাবাজি মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠালে সন্ধায় ডিস বাবুকে কারাগারে পাঠান আদালত।
জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবুকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করার পর তাকে আদালতে পাঠায় পুলিশ। ডিস বাবু নারায়ণগঞ্জে স্যাটেলাইট কেবল ব্যবসা নিয়ন্ত্রন করেন। তিনি এমপি শামীম ওসমানের ঘনিষ্ট কর্মী হিসেবেই পরিচিত। এর আগে আব্দুল করিম বাবুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ বন্দরের ফরাজীকান্দা এলাকার অপর ডিস ব্যবসায়ী হাসান একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ ডিবির পরিদর্শক এনামুল হক জানান, বন্দর থানায় হাসান নামের একজন ডিস ব্যবসায়ী ১০ লাখ টাকা চাঁদাবাজীর মামলা করেছে কাউন্সিলর আব্দুল করিম বাবুর বিরুদ্ধে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাবুকে নিয়ে আরো আসামি ধরতে অভিযান চলছে।
গত ২৩ মার্চ ভুক্তভোগী মো. হাসান ব্যবসায়ী বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হাসান জানান, বন্দর সোনাকান্দা হতে আলীনগর হয়ে প্রায় কয়েক লাখ টাকার ডিস লাইনের ক্যাবল সহ সরাঞ্জমাদি কেটে নিয়ে গেছে ফরাজীকান্দা এলাকার সন্ত্রাসী সজিব গং। ডিসের ক্যাবল কাটার কারণে প্রায় ২ হাজার গ্রাহক ডিস লাইনের সেবা থেকে বঞ্চিত হয়েছে। এ ঘটনায় বাবু ১০ লাখ টাকা চাঁদা দাবী করে।
এ বিষয়ে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চাঁদাবাজি মামলায় আব্দুল করিম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।