অপকর্ম করে সরকারি দলের লোকজন: চেয়ারম্যান সেন্টু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিজয় দিবসের একটি অনুষ্ঠানে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনিত নির্বাচিত চেয়ারম্যন মনিরুল আলম সেন্টু বলেছেন, কুতুবপুর এলাকাটি ক্রাইম প্রবল এলাকা। তবে, এলাকায় যে সকল অপরাধ কর্মকান্ড সংগঠিত হয় সে সমস্ত অধিকাংশ আপরাধের সাথেই ক্ষমতাসীন দলের লোকজনই জড়িত থাকে। তাছাড়া, বিরোধী দলের লোকজন থাকে এলাকা ছাড়া, কিভাবে তারা অপরাধ কর্মকান্ড করবে? তাই এলাকার শান্তি বজায় রাখতে দলের নাম ব্যবহার করে যারাই অপকর্ম করবে তাদের প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন, এলাকায় মাদক এবং বিভিন্ন অপরাধ সংগঠিত হওয়ার কারনে বারংবারই গণমাধ্যমের পাতায় কুতুবপুরের নামটি উঠে আসে। আর এ অপরাধের সাথে যে সকল ব্যক্তির নাম উঠে আসে তাদের অধিকাংশই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।

গত ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে মুন্সিবাগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল আলম সেন্টু একথা বলেন। আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার বিডিআরের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেন্টু বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। জাতির শ্রেষ্ট্র সন্তান মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন না করলে আমরা স্বাধীন রাষ্ট্র পেতাম না। পরাধীনতার গ্লানি নিয়ে আমাদের বেঁচে থাকতে হতো। আজকে স্বাধীনভাবে চলাচল করার জন্য একমাত্র অবদান আমাদের মুক্তিযোদ্ধাদের।

সেন্টু চেয়ারম্যান মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্থানীয় এলাকাবাসীর মাঝে তুলে ধরেন।

তবে এ ব্যাপারে পরবর্তীতে মনিরুল আলম সেন্টু গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, আমি সরাসরি কোন দলের নাম ইঙ্গিত করে বলিনি। আমি বলেছি, যে দল ক্ষমতায় আসে তারাই সন্ত্রাসী এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকে।