সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার হতে ২টি পৃথক অভিযানে ৬২ কেজি গাঁজাসহ ৬জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ২৪ ডিসেম্বর শনিবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম।
তিনি জানান, ২৩ ডিসেম্বর শুক্রবার র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিশনন্দি এলাকায় মাদকদ্রব্য পরিবহন ও ক্রয়-বিক্রয় করতে পারে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে ২টি পৃথক অভিযান পরিচালনা করে ৬ জন মাদক ব্যবসায়ীআসামী মোঃ আব্দুর রহমান, মোঃ মহসিন, মোঃ ফুল মিয়া, দেলোয়ার হোসেন, মোছাঃ মনোয়ারা বেগম ও পপি আক্তারকে মাদকদ্রব্য ৬২কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার,মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ৮৫৫ টাকাএবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৬ টি মোবাইল ফোনউদ্ধারসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।