সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা কারাবন্দি সাখাওয়াত হোসেন জেকির পরিবারের খোঁজখবর নিয়েছেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান। সাখাওয়াত হোসেন জেকি গত ১০ ডিসেম্বরের পুর্বে রাজনৈতিক মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এদিকে তার পরিবারের সদস্যরা বিমর্ষ ও আশাহত হয়ে দিন যাপন করছেন।
২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সাখাওয়াত হোসেন জেকির বাসায় যান সাগর প্রধানের নেতৃত্বে যুবদলের একটি টিম। সেখানে তিনি জেকির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন ও সাহস যুগানোর চেষ্টা করেছেন।
এ বিষয়ে সান নারায়ণগঞ্জকে সাগর প্রধান বলেছেন, সাখাওয়াত হোসেন জেকি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় রয়েছেন। সে কোনো অপরাধ করেনি। সে বিএনপির রাজনীতি করার কারনেই তাকে মিথ্যা সাজানো গায়েবী মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই।
জেকির পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাগর প্রধান বলেন, আমরা জেকির পরিবারের খোঁজখবর নিয়েছি এবং তার পরিবারকে শান্তনা ও সাহস দেয়ার চেষ্টা করেছি। আশা করি অল্প সময়ের মধ্যেই আমাদের এই সহযোদ্ধা আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বলতে চাই এই সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। কোন স্বৈরচার সরকার বেশিদিন জোর জুলুম নির্যাতন করে কেউ টিকে থাকতে পারেনি, এই সরকার টিকতে পারবে না ইনশাআল্লাহ।
এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর যুবদল মঞ্জরুল হক মুছা, তরিকুল ইসলাম, মাহাবুব রহমান, সম্রাট হাসান সুজন, পরশ মাহামুদ ও সজিব খন্দকার প্রমূখ।