সান নারায়ণগঞ্জ টুযেন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও রাজমনি পিরামিড এলাকায় অভিযান চালিয়ে ৪জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ওই সময় ভিকটিমকে উদ্ধার করা হয়। ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু।
তিনি জানান, র্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২৬ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন রাজমনি পিরামিড দাসনোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহরণকারী মোঃ আবির হাসান, মোঃ অপু মোল্লা, রাফিউল ইসলাম দিপ্ত, মোঃ রাহাত হাসান মেহেদীকে গ্রেপ্তার ও ভিকটিম মোঃ আল আমিনকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উক্ত ঘটনার ভিকটিম একজন মুদি দোকান ব্যবসায়ী। সে ঘটনাস্থলে নিজের পৈত্রিক জমি দেখতে গেলে গ্রেপ্তারকৃত আসামীসহ আরো ৮/৯ জন আসামী হাতে দেশীয় অস্ত্রসহ সহ অতর্কিতভাবে হামলা করে ভিকটিমকে গুরুতর নীলা ফুলা জখম করে। সে সময় ভিকটিমের কাছে থাকা নগদ একুশ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তারপর দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং এক লক্ষ মুক্তিপণ আদায় করে।
অতঃপর মুক্তিপণের অবশিষ্ট নয় লক্ষ আদায়ের লক্ষ্যে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। সে সময় সোনারগাঁ থানাধীন রাজমনি পিরামিড দাসনোয়াগাঁও এলাকায় র্যাব-১১ এর সদর কোম্পানীর, আদমজিনগর, নারায়ণগঞ্জ এর টহল দলের দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিকভাবে অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৪জন আসামীদেরকে গ্রেপ্তার করা হয় এবং তার অপর সহযোগীরা পালিয়ে যাওয়ায় র্যাব-১১ কর্তৃক পলাতক আসামীদেরকে গ্রেপ্তার করার কার্যক্রম চলমান আছে। গ্রেপ্তারকৃত আসামীদের নিকট হতে ৪টি ছোড়া উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।