বন্দরের মদনপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩৮৪০ পিস ইয়াবা উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় র্যাব-অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় তার কাছ থেকে ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। ৭ জানুয়ারি শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম।

তিনি জানান, সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ৭ জানুয়ারী শনিবার ভোরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৮৪০ পিস ইয়াবা সহ আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে জামানকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে রাফি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে গ্রেপ্তার করা হয়।

র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে জামান আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশে-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিকে বাস্তবায়নের লক্ষ্যে র‌্যাব-১১ এর কার্যক্রম ২৪ ঘন্টা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।