কারাগারে ছাত্রদল নেতা লিংরাজ খান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর থানা ছাত্রদলের সদস্য সচিব লিংরাজ খানকে। উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন শেষ হওয়ায় সোমবার (৯ জনুয়ারি) মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান সহ পাঁচজন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক চারজনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং লিংরাজ খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন প্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুবদল নেতা লিংকন খান, মৎস্যজীবী দলনেতা হৃষিকেশ মন্ডল মিঠু ও অলি খোকন।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে আদালতপাড়ায় সমর্থকদের মিছিল ও সড়কে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে বিএনপির ৩৪ জনের নাম উল্লেখ ও ২৫০ জনকে অজ্ঞাত আসামী করে ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলায় দায়ের করেন।