সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা ১৩ জানুয়ারী শুক্রবার বিকেল ৪টায় ফতুল্লার পঞ্চবটি বন বিভাগ সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম সম্পাদক শাহেদুল হক সুমনের সঞ্চালনায় সভাপতি মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে সভায় সংগঠনের বার্ষিক বনভোজন নিয়ে বিশদ আলোচনায় অংশ নেয় উপস্থিত এক্স-ক্যাডেটগণ।
সভায় উপস্থিত ছিলেন-মোঃ হাবিবুর রহমান, ফরুক আহম্মদ রিপন, নূরে আলম, জিয়াউল ইসলাম, নজরুল ইসলাম, মোঃ আল আমিন, মোঃহাসান প্রমুখ।
আলোচনা সভায় সংগঠনের মাসিক আয়ব্যয় হিসাব বর্ণনা করেন মাসুদ আলম ।আগামী ২৪ ফেব্রুয়ারি বনভোজন আয়োজনের সিদ্বান্ত নেয়া হয়। বনভোজনের স্থান মুন্সিগঞ্জের সিরাজদীখান দানিয়া পাড়া ইছামতি নদীর তীর এবং রেজিঃ ফি- ১১০০ টাকা নির্ধারণ করা হয়। আগামী ৩০ জানুয়ারীর মধ্যে নারায়ণগঞ্জ জেলার সকল এক্স-ক্যাডেটদের রেজিস্টেশন করার আহবান জানানো হয়।
সভা শেষে বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন, কেন্দ্রিয় কার্যালয় হয় হতে প্রেরিত ২০২৩ সালের ক্যালেন্ডার এক্স-ক্যাডেটদের হাতে তুলে দেন সংগঠনের সভাপতি মোঃসাইফুল আলম। যে কোন প্রয়োজনে উপ-কমিটির আহবায়ক শাহেদুল হক সুমন- মুঠোফোন নং-০১৭১১-৬১৪৪১৮, সদস্য সচিব- নূরে আলম, মুঠোফোন নং-
০১৬৭৫-৩১৫০০২ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।