সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক দম্পতির বসত ঘর পুড়িয়ে দেয়ায় এক সপ্তাহ ধরে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি। তাদের এখন ঠাঁই হয়েছে শ্বশুরবাড়ীতে। এ ব্যাপারে ঘর মালিক মোঃ শরীফ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার আড়াইহাজার পৌর এলাকার দাসপাড়া গ্রামের মোঃ শরীফ তার স্ত্রী সন্তান নিয়ে তার পৈত্রিক ভিটায় বসতঘরে বসবাস করে আসছিলেন। তার সঙ্গে একই এলাকার আলাউদ্দিন গংদের সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে ৬ জানুয়ারী ভোরে ঘরের লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ার সুযোগে কে বা কারা বসত ঘরটিতে আগুন দিয়ে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয় এবং গাছ গাছড়া কেটে ক্ষতিগ্রস্থ করে। পরে মোঃ শরিফ একটি ছাপড়া ঘর নির্মাণ করলেও সেখানে বসবাসের কোন উপায় নেই। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ঘর মালিক মোঃ শরীফ বাদী হয়ে আড়াইহাজার থানায় ৪ জনকে সন্দেহজনক আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।