সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম,:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী মেলা ও লোকজ উৎসব উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ১৮ জানুয়ারী বুধবার দুপুর ১২টার দিকে এ মেলার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, নারায়ণগঞ্জ-৩( সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিম, আলোচক হিসিবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিত্রশিল্পি এবং লোক ও কারুশিল্প অনুরাগী মোহাম্মদ আবুল হাশেম খান।
অনুষ্ঠানে শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে একের পর এক উন্নয়ন হচ্ছে সে উন্নয়নই বিএনপির অন্তরজ্বালার কারন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী বাংলাদেশ লোকজ ও কাররুশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বর্তমান সরকারের উন্নয়নের এবং বিএনপির হিংসাত্মক কর্মকান্ডে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কিছুদিন আগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একসাথে ১০০টি সেতু উদ্বোধন করেন- যে সেতুগুলো দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন কাজ বিগত দিনের কোন দেশের কোন সরকার করতে পারেনি। এছাড়া কাঁচপুরে ঢাকা সিলেট মহা-সড়কে ছয় লেন সড়ক উন্নয়নের কাজ উদ্বোধন করেছেন। সম্প্রতি বিএনপির নেতাকর্মীরা সে উন্নয়ন কাজের ফলক ভাংচুর করেছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এছাড়া গত পরশু (১৬ জানুয়ারি সোমবার) মদনপুর এলাকায় আরো একটি উন্নয়ন ফলক রাতের আধারে তারা (বিএনপি নেতাকর্মী) উপড়ে ফেলে। আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একেরপর এক যে উন্নয়ন করছে সে উন্নয়নই বিএনপির অন্তরজ্বালার কারণ।
বিএনপির বেশকয়েকজন নেতার অসুস্থতার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের বর্ষিয়ান এ নেতা বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের কথা বলে আন্দোলনের ডাক দেন আর আন্দোলনের দিন অসুস্থতার ভান করে হাসপাতালে কেন ভর্তি হন।
ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপির নেতারা অসুস্থ রাজনীতি করতে করতে নিজেরাই অসুস্থ হয়ে পড়েছেন।
আরো বলেন, বিএনপি সুস্থ রাজনীতি কখনোই করেনি, আওয়ামী লীগ সব সময় শান্তি প্রিয় আন্দোলনে বিশ্বাসী। আর বিএনপি বিশৃঙ্খলা আর অসুস্থ রাজনীতি নিয়ে থাকতে বেশি পছন্দ করে। সোনারগাঁওয়ের লোককারু শিল্পের ঐতিহ্য ধরে রাখতে হবে। চার দেয়ালের মাঝে মাঠে ময়দানে দুই তলা চার তলা বিল্ডিং বানালে চলবে না। বিশ্ববাসীকে পুরোনো ঐতিহ্য দেখানোর প্রয়োজন মনে করিয়ে দিতে হবে। পরে মন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।
এদিকে দেশের ঐহিত্যবাহী লোক ও কারুশিল্পের নিদর্শন সংগ্রহ সংরক্ষন, প্রদর্শন ও পুনরুজ্জীবিত করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই প্রতি বছর এ মেলার আয়োজন করা হয়। ইতিমধ্যে মেলার স্টল বরাদ্দ ও নির্মান কাজ শেষ হয়েছে। দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে এবারের উৎসব ও মেলায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কারুশিল্পীদের প্রদর্শনী, লোক জীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, নাগর দোলা, গ্রামীন খেলা প্রদর্শন করা হবে। এ বছর কর্মরত কারুশিল্পীদের প্রদর্শনীর ৩২টি স্টল সহ ১০০টি স্টল রয়েছে। ফাউন্ডেশনের ভেতরে শিল্পাচার্য জয়নুল আবেদিন কারুশিল্প যাদুঘর এবং লোক ও কারুশিল্প যাদুঘর। এ দুটি যাদুঘরে স্থান পেয়েছে প্রায় পাচঁ হাজার প্রাচীন লোক ও কারুশিল্প। লোক ও কারুশিল্প জাদুঘর এশিয়ার অন্যতম বৃহত্তর কারুশিল্প জাদুঘর, গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক।
এছাড়া এ বছর মুন্সিগঞ্জ ও মৌলভী বাজারের শীতল পাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলা শিল্প, রাজশাহীর শখের হাড়ি ও মুখোশ। চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁওয়ের জামদানী, বগুড়ার লোকজ খেলনা, প্রতিদিন সন্ধ্যায় লোকজ মঞ্চে পালাগান, বাউল গান, জারিসারি গান, হাছন রাজার গান, গ্রামীন খেলা হা-ডু-ডু, কানামাছি অনুষ্ঠিত হবে। এ যাদুঘরে রয়েছে গ্রামীন লোক জীবনের নানান উপাদান যেমন, কৃষক পরিবারের ঢেঁকিতে ধান ভানার দৃশ্য, লাঙ্গল কাধে মাঠে যাওয়া ও পালকিতে নববধুর আগমনের দৃশ্য পটচিত্র ও মুখোশ গ্যালারি নদী মাতৃক বাংলাদেশের সাম্পান আর বজরা সহ বৈচিত্রময় নৌকার মডেল।
মেলায় কাঠ খোদাইয়ের বিভিন্ন উপাদান পালকিতে জমিদার-সহ গ্রাম বাংলার কারিগরদের নানা দৃষ্টিনন্দন কাজ লোক সংঙ্গীত লোকজ অলংকার ভাওয়াইয়া গানের ভাইয়ের সেই গাড়ীর চিত্র। মেলা উপলক্ষে পুরো ফাউন্ডেশন চত্বরকে সাজানো হয়েছে বর্নিল সাজে। দর্শনার্থীদের বিনোদনের জন্য ফাউন্ডেশনের লেকে নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনী মেলায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ মাহফুজুর রহমান কালাম, এ এইচ এম মাসুদ দুলাল, রফিকুল ইসলাম নান্নু, মোস্তাফিজুর রহমান মাসুম, গাজী মজিবুর রহমান, নাসরীন সুলতানা ঝরা, এ্যাড. নুরজাহান উপস্থিত থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।