সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোল্লারচর গ্রামে ডকাতি করতে গিয়ে ডাকাত দল গৃহকর্তা অটোরিকসা চালক জাহাঙ্গীরকে হুমকী দিয়ে বলে ‘গরু বিক্রি করেছিস, টাকা দে। না হলে জীবনে মেরে ফেলব’। এই বলে গৃহকর্তা, তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে বেধরক পিটিয়ে গরু বিক্রি করার ৩৫ হাজার টাকা, একটি স্যামসাং জে সি মোবাইল ফোন ও ১ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয় সশস্ত্র ডাকাত দল। ঘটনাটি ঘটেছে ২৩ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার দিবাগত রাত ৩টার দিকে।
গৃহকর্তা অটো রিকসা চালক জাহাঙ্গীর জানান, ওই সময় তিনি, তার স্ত্রী রুবি ও পরিবারের লোকজন ঘুমিয়েছিলেন। এ সময় ৮/১০ জনের একদল মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত ঘরের বাইরে দরজার কাছে থাকা বড় পাথর দিয়ে টিনের ঘরের কাঠের দরজার কপাট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। গৃহকর্তা সহ তার স্ত্রী রুবি ও পরিবারের লোকজনের হাত পা বেঁধে এবং দেহের বিভিন্ন স্থানে পিটিয়ে নীলা ফুলা জখম করে উল্লেখিত টাকা ও মালামাল লুটে নেয়। সংবাদ পেয়ে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুলহক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন।