সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে বৈশাখী উৎসবের আয়োজন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এবারই প্রথম সদর উপজেলা পরিষদের আয়োজনে এই উৎসবের আয়োজন করা হয়। যার প্রধান উদ্যোক্তাও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
২০ এপ্রিল শনিবার দুপুর থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সরকার কর্মকর্তা, কর্মচারী ও উপজেলার জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যদের নিয়ে এ উৎসব পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে এই বৈশাখী উৎসবের আয়োজন করা হয়।
শনিবার দুপুরে উপজেলার প্রশাসনের আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠান মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রাব্বী মিয়া। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি ও জেলা প্রশাসকের সহধর্মিনী সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং তাদের পরিবারের সদস্যরাও।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের আহবানে অনুষ্ঠানের মঞ্চে উঠে আসেন এমপি শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সবাইকে নিয়ে দেশাত্ববোধক গান গেয়ে বৈশাখী উৎসবকে মাতিয়ে তোলেন। এরপর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গান গেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। গান চলাকালে মনোযোগ সহকারে গান উপভোগ করেন জেলা প্রশাসক মো: রাব্বি মিয়া।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ মুখর পরিবেশে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের লাল রংয়ের পাঞ্জাবী পরিধান দেখে আনন্দিত হন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।
আর উপজেলার প্রশাসনের উদ্দেগে বৈশাখী উৎসবের ভিন্ন ধরনের আয়োজন দেখে জেলা প্রশাসক মো: রাব্বি মিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের প্রশংসা করেন এবং তাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, সদরের সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান উল ইসলাম, সিদ্ধিরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান স্বপন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল হক, পরিবার পরিকল্পনা অফিসার প্রদীব কুমার, উপজেলার প্রকৌশলী আনিসুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আনোয়ার হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মনতাজ উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য অফিসার শাহ আলম ও উপজেলার বিআরডিবি অফিসার বেলাল হোসেন প্রমূখ।