ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন রামারবাগ এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় তার কাছ থেকে ১ হাজার ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ১৭ এপ্রিল সোমবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহামুদ পাশা।

তিনি জানান, মাদক বিরোধী অভিযানের অংশ স্বরূপ র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল ১৬ এপ্রিল রাত সাড়ে ১১টায় নিজস্ব গোয়েন্দা কার্যক্রম ও গোপন সংবাদের ভিত্তিতে মোঃ নূর ইসলামকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন রামারবাগ এলাকার একটি গ্যারেজ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ১০০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

র্যাব জানায়, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। এই চক্রের সকলেই বিভিন্ন সাধারণ পেশা তথা- গাড়ী চালক, হেলপার, মেকানিক, সিকিউরিটি গার্ড ইত্যাদি পেশার সাথে জড়িত এবং তারা সাধারণ পেশার আড়ালে এসকল মাদকদ্রব্যের পরিবহন ও ক্রয়-বিক্রয় পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারকৃত নূর ইসলামও একটি গ্যারেজের সিকিউরিটি গার্ড পেশার আড়ালে মাদকদ্রব্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এই চক্রটিপারস্পারিক যোগসাজসেসীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ ট্রাক, পিকআপ, কার্ভাড ভ্যান সহ অন্যান্য যানবাহন ব্যবহার করে বিভিন্ন ধরণের পণ্যদ্রব্য পরিবহনের আড়াঁলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েনারায়ণগঞ্জে নিয়ে আসে। পরবর্তীতে তারা এসকল মাদকদ্যব্য নারায়ণগঞ্জ ও ঢাকা সহ পাশ্ববর্তী জেলা সমূহে সরবারহ করে থাকে। গ্রেপ্তারকৃত নূর ইসলাম আরো জানায় আসন্ন ঈদ-উল-ফিতরকে উপলক্ষ্য করে তারা এই বিপুল পরিমান ফেনসিডিল এর চালান নারায়ণগঞ্জ সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় সরবরাহের জন্য নিয়ে আসে।

পরবর্তীতে গোয়েন্দা কার্যক্রম ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর আভিযানিক দল মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য নূর ইসলামকে গ্রেপ্তার পূর্বক তার দেখানো মতে ফতুল্লা থানাধীন রামারবাগ এলাকার একটি গ্যারেজের সামনের ময়লার ড্রেনেজের ভিতর থেকে অভিনব কায়দায় লুকানো ও বস্তাবন্দি অবস্থায় ৪টি বস্তায় সর্বমোট ১০০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

গ্রেপ্তারকৃত নূর ইসলামকে জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এসংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য র‌্যাব-১১ এর গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


তানভীর মাহমুদ পাশা, পিপিএম, পিএসসি
লেঃ কর্ণেল
অধিনায়ক
র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ
ফোনঃ ৭৬৯৪৯৩৩