২৩ এপ্রিল মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে শীর্ষ এই সন্ত্রাসিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা রয়েছে।ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মডার্ণ গ্রুপ অব কোম্পানি নামে একটি কোম্পানির ল্যান্ড এক্সিকিউটিভ আজমত আলী বাদী হয়ে ২২ এপ্রিল সোমবার রাত ৯টায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, তাদের ক্রয়কৃত জমি তাজ জুট মিলে কাজ করতে গেলে তাদের কাছ থেকে নজরুল, তার ছোট ভাই জহির ও তাদের সহযোগী খালেক ওরফে জামাই খালেক ১ কোটি টাকা চাঁদা দাবি করে।
মামলায় নজরুলের ভাই জহিরুল ইসলাম, সহযোগী আব্দুল খালেক ওরফে জামাই খালেককেও আসামি করা হয়। নজরুলের ভাই জহিরুরুল শিমরাইল ট্টাক স্টান্ডে চাঁদাবাজিকালে ইতিপূর্বে র্যাব-১১ সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছিল।