গুম খুন নির্যাতিত কর্মীদের পরিবারে তারেক জিয়ার পক্ষে মান্নানের ঈদ সামগ্রী বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২০০৮ সাল থেকে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে বিএনপির রাজপথে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে খুন গুম নির্যাতন হামলা মামলার শিকার অর্ধশতাধিক নেতাকর্মীদের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। মুলত যেসব পরিবারের নেতাকর্মীরা খুন গুমের শিকার হয়েছেন, হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে কষ্টে দিনাতিপাত কাটাচ্ছেন তাদের বাসায় ২০ এপ্রিল বৃহস্পতিবার দিনভর এই ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

এসব পরিবারে ঈদ উপহার ও অর্থ বিতরণকালে সঙ্গে ছিলেন সোনারগাঁও ‍নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বক্কর, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা, সোনারগাঁও উপজেলা বিএনপি’র মৎস্য বিষয়ক সম্পাদক সানাউল্লাহ, সোনারগাঁও উপজেলা বিএনপি’র সদস্য আতাউর মেম্বার, সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ডালিম শিকদার, সোনারগাঁও উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সুমন মোল্লা, রোকনুজ্জামান, সনমান্দী ইউনিয়ন যুবদলের আহবায়ক রেজাউল খন্দকার, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর ছাত্রদল নেতা আরিফ, শিশির প্রমূখ।

 

উল্লেখযোগ্য পরিবারগুলোর মধ্যে ঈদ সামগ্রী যেসব পরিবারগুলো পেয়েছে সেগুলো হলো- সনমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম বিল্লাল হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা মরহুম কাজী ফারুক, সনমান্দী ইউনিয়ন যুবদল নেতা মরহুম মাহাবুবুর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপি নেতা মরহুম আলমগীর বাদশা, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মরহুম বীর মুক্তিযুদ্ধা হাবিবুল্লাহ মাস্টার, বারদীর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম সাইফুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মরহুম দেলোয়ার হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম সানাউল্লাহ সানু, সাদীপুর ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক মরহুম খন্দকার শিমুল, সাদীপুর ইউনিয়ন বিএনপি নেতা মরহুম মোঃ লোকমান, সোনারগাঁও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদীকা ছালমা আক্তার কাজল, নোয়াগাঁও ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, জামপুর ইউনিয়ন বিএনপি সমর্থক কারানির্যাতিত ২ বৎসর হেফাজতের মামলায় মোঃ ইমন, নোয়াগাঁও ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সদস্য মরহুম মোঃ তাইজুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়নের অসচ্ছল নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।