সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মহান মে দিবস ও আন্তর্জাতিক মহান শ্রমিক সংহতি দিবস উপলক্ষে শ্রমিক জাগরণ মঞ্চ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে চাষাড়া রামকৃষ্ণ মিশনের সম্মুখে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশ শেষে একটি লাল পতাকার মিছিল সহরের প্রধান সরক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনারে এসে শেষ হয়। সমাবেশে উপস্থিত শ্রমিক জাগরণ মঞ্চের উদ্যোগে ছিলেন কেন্দ্রীয় সভাপতি শ্রমিক জাহাঙ্গীর আলম গোলক।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জেসমিন আক্তার। নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এসএম আবুল সবুর, সহ সভাপতি মোর্শেদ আলম, পরিবহন শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি সবুজ শেখ, গার্মেন্টস শ্রমিক জাগরণ মঞ্চের শাহানাজ, বিনা, সুবর্না, কেয়া, শিল্পী শামীম, সুমাইয়া মাহী, রতন নয়ন, নুরুল ইসলাম, মকবুল হোসেন, মেঘলা প্রমুখ ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৮৮৬ সালের শুর হওয়া শ্রমিক আন্দোলন শেষ হয়ে যায় নি। দুনিয়ার দেশে দেশে মজুর শ্রেণী শ্রমিক শ্রেণীর রাষ্ট্র নির্মাণ করা র লড়াই সংগ্রাম করছে। শ্রমিক জাগরণ মঞ্চ শ্রমিকদের অধিকার, আন্দোলন ও রাষ্ট্র নির্মাণ এর স্বপ্নকে বাস্তবে রুপ দিতে চাই। শ্রমিক জাগরণ মঞ্চ ৬ দফা দাবিতে শ্রমিক আন্দোলন গড়ে তুলতে চাই।নিম্মতম মজুরি ২৪ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক শ্রেণীর ঐক্যবৈদ্দ আন্দোলন গড়ে তুলতে চাই। সবশেষে রামকৃষ্ণ মিশনের সম্মুখে শ্রমিক সমাবেশে উপস্থিত শ্রমিকদের সাথে খারাপ আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।