সিদ্ধিরগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ১৮ কেজি গাঁজা উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ১২ মে শুক্রবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক, সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

তিনি জানান, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১২ মে বিকেল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় বাসস্ট্যান্ড মিজমিজি সাকিনস্থ রাজ টিম্বার এন্ড ‘স’ মিল এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২টি কাঁধ ব্যাগ এর মধ্যে বিশেষ কৌশলে মাদকদ্রব্য বহনকালে ১৮ (আঠার) কেজি গাঁজা সহ জুয়েল ওরফে রাব্বী ও হৃদয় নামের ২জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরো জানায়, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় কুমিল্লা জেলা হতে সংগ্রহ করে নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।