সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভোটার তালিকা হাল নাগাদ বিষয়ক কর্মসূচি উপলক্ষ্যে সদর উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। ভোটার ইচ্ছুক ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার সময় মাঠকর্মীদের সহযোগিতা করতে স্থানীয় জনপ্রতিনিধিদের আহ্বান জানানো হয় এই মতবিনিময় সভায়।
২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনের সভা কক্ষে সদর উপজেলার নির্বাচন অফিসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ সহ নারায়ণগঞ্জ সদর উজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্কুল শিক্ষকবৃন্দ।
এই মতবিনিময় সভায় আরও আলোচনা করা হয়- ভোটার তালিকা হালনাগাদে ভোটাররা যাতে সঠিকভাবে তথ্য দিয়ে ভোটার হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যাতে কোন ভোটারদের তথ্য ভুল না করেন নির্বাচন কমিশনারের নিয়োজিত সুপার ভাইজারদের সহযোগিতা করতে হবে।
মতবিনিময় সভায় সদর উপজেলার নির্বাচন কমিশনার মো: মমিন মিয়া স্বাগত বক্তব্যে বলেন, ২০০১, ২০০২, ২০০৩ ও ২০০৪ সালের ১লা জানুয়ারী অথবা তার পূর্বে যাদের জন্ম এবং বিগত ভোটার হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছে তাদের তথ্য নিবন্ধনের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।
এছাড়া এ কর্মসূচিতে ভোটার তালিকা হতে মৃত ভোটারের নাম কর্তন এবং আবাসস্থল পরিবর্তনের কারনে স্থানান্তরের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহকালে কোন ব্যক্তির তথ্য পূরণের পূর্বে যারা ইতিপূর্বে ভোটার হয়েছে কিনা তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, নারায়ণগঞ্জ সদর উজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য রোজিনা আক্তার প্রমূখ।