সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্রোহী গ্রুপ ছেড়ে সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মূলধারার রাজনীতিতে ফিরলেন সাবেক যুগ্ম আহবায়ক নুরুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় নুরুদ্দিন আহমেদকে ফুল দিয়ে বরন করে নেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত সাখাওয়াত-টিপুর নেতৃত্বাধীন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার অঙ্গিকার ব্যক্ত করেন নুরুদ্দিন আহমেদ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নুরুদ্দিন আহমেদকে স্বাগত জানান এবং দলের হাইকমান্ডের সাথে কথা বলে মহানগর বিএনপির পূর্নাঙ্গ কমিটিতে তাকে সম্মানজনক স্থানে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেইসাথে সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে সরকার পতনের আন্দোলন সংগ্রামে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শরিক হওয়ার আহবান জানান এবং বিএনপিতে সরকারী দলের এজেন্ট নৌকা মার্কা লাঙল মার্কা বেঈমানদের প্রতিহত করার শপথ নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মতিউর রহমান মতি, সাবেক যুব বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনু, সাবেক সদস্য ফরিদ হোসেন, বিএনপি নেতা গুলজার হোসেন দুলু মেম্বার, খোকন, লিয়াকত, আমজাদ, বাবুল, আনিজুল প্রমূখ।